ভারতে একজন প্রতিষ্ঠিত গায়ক হতে গেলে ঝুলিতে বলি প্লেব্যাক থাকবে না তা কি হয়! তবে এই ধারণা মানতে চান না পাঞ্জাবি গায়ক এপি ধিলন। দিলজিৎ দোসাঞ্জ, করণ অউজলার পর জনপ্রিয়তার নিরিখে যে পাঞ্জাবি গায়কের নাম আসে তিনি এপি। তবে বলিউডে গান গাওয়া থেকে দূরে রয়েছেন এ সংগীতশিল্পী। কেন হিন্দি ছবিতে গান গাইছেন না এপি? অনেক বার এই প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক।

সংগীতশিল্পী সাক্ষাৎকারে বলেন, ‘ছবি থেকে আমি আপাতত দূরে আছি। আমার গান, আমার সুর বলিউডে বিক্রি করে দিতে চাই না। আর মানুষকে যা খুশি তাই করতে দেব না আমার সুর নিয়ে।’ এপি ধিলনের কথায়, ‘হয়ত আমি নিজেকে উদাহরণ হিসেবে মেলে ধরতে পারব, বিশেষত উদীয়মান শিল্পীদের কাছে। এমন যেন কখনও মনে না হয়, যে আমি পরিবর্তন আনতে পারতাম কিন্তু আমি তা করলাম না।’ তার মতে, তিনি সংগীত জগতে পরিবর্তন নিয়ে আসতে আনতে চান। একজন স্বতন্ত্র সংগীতশিল্পী হয়েও যে টিকে থাকা যায় তাই যেন প্রমাণ করতে চাইছেন তিনি।

তবে বলিউডে গান গাওয়ার যে কিছু ইতিবাচক দিক রয়েছে সে বিষয়ে সংগীতশিল্পী বলেন, ‘বাণিজ্যিক দিক থেকে লাভবান হওয়া যায় কারণ বাজেট বেশি। শ্রোতার সংখ্যাও অধিক। স্ট্রিমিংয়ে সমস্যা হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *