কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের শেষ ম্যাচের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। ফলে শাস্তি হিসেবে ভেন্যুটিকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

গত ২৭ সেপ্টেম্বর হওয়া এই ম্যাচে প্রথম দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টি শুরু হয়। এরপর খেলা হয়নি দ্বিতীয় ও তৃতীয় দিনে। পরে চতুর্থ দিনে খেলা শুরু হলেও আউটফিল্ড যথেষ্ট ভালো ছিল না। যার কারণে এই ভেন্যুর আউটফিল্ডকে খেলার জন্য অসন্তোষজনক মনে হয়েছে আইসিসির।

বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচটি আড়াই দিনের বেশি সময় খেলা না হলেও ৭ উইকেটে জেতে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশকে তারা অলআউট করে দেয় ২৩৩ রানে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে ১৪৬ রান। ভারত টি–টোয়েন্টির গতিতে ব্যাটিং করে ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৮ রান পেরিয়ে যায় তারা ১৭.২ ওভারে, মাত্র ৩ উইকেট হারিয়ে।

২০২৪–২৫ মৌসুমে ভারত আর যে চারটি ভেন্যুতে টেস্ট খেলেছে, এর মধ্যে নিউজিল্যান্ড সিরিজের তিনটি বেঙ্গালুরু, পুনে ও মুম্বাই ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম পেয়েছে ‘খুব ভালো’ রেটিং।

একই দিনে আইসিসি রেটিং দিয়েছে পাকিস্তান–ইংল্যান্ড সিরিজের ভেন্যু দুটিরও। মুলতানে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। পরে দ্বিতীয় টেস্টে মুলতান ও তৃতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে স্পিন–সহায়ক উইকেট বানিয়ে দুই ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতে তারা। এই দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের সবকটিই নিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। তবে দুটি ভেন্যুই ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *