কোভিডের সময় যখন চারিদিকে মহামারীর দাপট ঠিক সে সময় বলিউড অভিনেতা সোনু সুদের সাহায্যের হাত মন ছুঁয়ে গিয়েছিল সাধারণ মানুষের। কাজের জন্য প্রশংসা পেয়েছেন সকলের থেকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেই সময়ই আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোনুর স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। যেখান থেকে ১ কোটি ৯০ লাখ টাকা সেবামূলক নানা কাজে ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু বলেন, ‘জীবনে আপনি যে পথই বেছে নিন না কেন, আপনি কোনও না কোনও বাধার সম্মুখীন হবেন। আপনি যদি মনে করেন যে আপনার সব কিছু খুব সুন্দরভাবে করতে পারবেন এবং কোনও ঝামেলা হবে না, সেটা সম্ভব নয়।’

তার কথায়, ‘আমি মনে করি আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি এসবের জন্য প্রস্তুতও ছিলাম। লোকেরা আপনাকে ট্রোল করতে পারেন, আপনাকে বিরক্ত করতে পারেন কিন্তু আপনি কাজ বন্ধ করতে পারবেন না। আমি আমার কাজ চালিয়ে গিয়েছি। প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে এবং লোকেরা এখনও আমার বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন।’ প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি ‘ফতেহ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিজয় রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *