দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। দীর্ঘ ছয় মাস অসুস্থজনিত কারণে বেড রেস্টে ছিলেন মাহবুব আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মাহবুব আলী খানকে দাফন করা হয়।এদিকে জানাজা নামাজের মাঠ থেকে মনির খানের আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে গেছে। সংগীতশিল্পী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া ঢাকা পোস্টকে বলেন, জানাজাতে আমরা উপস্থিত ছিলাম। নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরণের চুরি ঘটনা খুবই দুঃখজনক।

মহেষপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা ঢাকা পোস্টকে বলেন, শিল্পী মনির খানের বাবা মারা গেছে এটা শুনেছি। তবে তিনি যে এলাকায় আসছেন আমরা সেটা জানিনা। তার মোবাইল চুরি হয়েছে এটাও আমাদের জানাননি। এরকম কিছু ঘটে থাকলে সেটা খুবই দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *