বাংলাদেশ মুজাহিদ কমিটি বামনা উপজেলার ২০২৫-২০২৬ সেশনের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। আজ ১২ই জানুয়ারী বিকাল ৩টায় বামনা বড় মসজিদে এক বিশেষ সভায় কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বরগুনা জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত ছদর মাওলানা আবু ছালেহ। কমিটি গঠনের পূর্বে কমিটির সদস্যের গোপন ভোটের মাধ্যমে কমিটির তিনটি দায়িত্ব বন্টন করেন জেলা নেতৃবৃন্দ। পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি বলেনঃ আমাদের সংগঠনে কোনো পদ পদবি চাওয়া যাবে না সকলের সিদ্ধান্তক্রমে যার উপর দায়িত্ব আসবে তাকে দায়িত্ব পালন করতে হবে।

পরর্বতীতে কমিটি ঘোষণা করা হয় এতে ছদর (সভাপতি) হিসেবে মনোনীত হন মাওলানা মুহাম্মাদ হারুন অর রশীদ, নায়েবে ছদর মনোনীত হন মাওলানা সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মনোনীত হন মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী।

ছদর হিসেবে মনোনীত হওয়ার পর মাওলানা হারুন অর রশীদ বলেনঃ আপনাদের সকলের সার্বিক সহযোগিতা ছাড়া কখনোই সামনে আগানো সম্ভব না তাই আপনাদের সকলের সহযোগীতা নিয়ে সামনের দিনের কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করতে চাই। কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হলে সামনে বলার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *