৭ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকেলে

বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারাব পৌরসভা ছাত্রদল কর্তৃক একটি গন মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে তারাব পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রহমতুল্লাহ আশিক,পৌর ছাত্রদলের সাবেক সদস্য সাকিল এবং সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীর রহমান রাহাত এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলো ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শাওন,সিঃসহ-সভাপতি আবিদ প্রধান,ছাত্রদল নেতা জুয়েল,তৌসিফ,রিফাত,সিফাত,আশিক,আব্দুল্লাহ,সাজিদ প্রমুখ।
মিছিলটি রূপগঞ্জের বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়।
মিছিল শেষে বক্তারা বলেনঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য-সচিব মাসুদুর রহমানের নির্দেশে বিএনপি ঘোষিত ৩১দফার জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারাব পৌর ছাত্রদল রাজপথে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *