কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের উদ্যোগে হলের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের তত্বাবধানে উক্ত হলের সকল কর্মচারী এবং অন্যান্য চার হলের ডাইনিং কর্মচারীদের মাঝে সর্বমোট ৩০ টি শীতবস্ত্র (হুডি) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।
এ বিষয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘আমার ব্যক্তিগত উদ্যোগে অনুদান এনে কর্মচারীদের মাঝে বিজয় ২৪ হলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করি। এর আগে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে জার্সি দেওয়া হয়েছিলো। তখন কর্মচারীরাও আগ্রহ প্রকাশ করে এর পরিক্ষিতে তাদের মাঝে শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছি।’