২১ জানুয়ারি, সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে একথা জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতি এবং অযোগ্যতা ও চরম দায়িত্বহীনতার কারনে দেশে শত শত কল কারখানা বন্ধ হয়ে লক্ষ লক্ষ কর্মজীবী ঘর পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে। শুধু গাজীপুরেই পঞ্চাশ হাজার গার্মেন্টস কর্মী ও আরো লক্ষাধিক বিভিন্ন শিল্প কারখানার কর্মী চাকুরিচ্যুত হয়ে সীমাহীন সংকটে নিপতিত হয়েছে। এ সরকারের কারনে হাজার হাজার বিপন্ন গার্মেন্টস কর্মী উপবাসে পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন।

ইমাম হায়াত বলেন, কোনো বাহিনীর পোষাকের রং বা ডিজাইন এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয় সমাধানও নয়। এসব অকাজ কুকাজ মানুষের দৃষ্টি আসল সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করার চক্রান্ত মাত্র।
এছাড়া পাকিস্তানি বিভিন্ন বাহিনীর সাথে সামঞ্জস্য করে দেশকে রাজাকারকরণের ঘৃন্য আলামত বহন করে, গোলোমির আলামত বহন করে।
নিছক চৌকিদার দারোয়ান টাইপের পোষাক তাদেরকে হেয় নীচ করা হয়েছে যা অপমান জনক। পোষাক পরিবর্তন করলেই কোনো বাহিনী সৎ দক্ষ বা উন্নত হয় না।
পোষাক পরিবর্তন করলেই চরিত্র পরিবর্তন হয় না। পুলিশ বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের উপর।

তিনি আরও জানান, পুলিশকে এখনো কেবল ক্ষমতাসীনদের অসৎ স্বার্থে ব্যবহার করা হয়।
সেদিন পাহাড়ী ছাত্র ছাত্রীদের উপর জল্লাদ রাজাকার জামাত শিবির জংগীবাদের গোপনাংগ মীরজাফর সমন্বয়ক চক্রের বিভিন্ন লাঠিয়াল পালিত গুন্ডাবাহিনীর হামলার সময় পুলিশ নিষ্কৃয় ছিলো
ক্ষমতাসীনদের নির্দেশেই।
পুলিশকে এখনো ক্ষমতাসীনদের স্বৈরাচার ফ্যাসিবাদি অন্যায় অবিচার পাশবতার হাতিয়ার পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান ক্ষমতাসীনরা দেশ ও জনগণের নিরাপত্তা ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
বর্তমান ক্ষমতাসীন চক্র ঈমান ধ্বংসাত্মক ও ইসলামের আসল ধারা ধ্বংসাত্মক ঘৃন্য মদুদিবাদ ওয়াবিবাদ রাজাকার জল্লাদ খুনি জামাত শিবিরকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ইসলামের আসল ধারা ধ্বংস করছে এবং দ্বীন দেশ গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক দিকে লিপ্ত হয়েছে।
উপদেষ্টা পরিষদে জংগীবাদি সাম্প্রদায়িক অপরাজনীতির দলের নেতা নিযুক্ত করে এবং জামাত শিবির রাজাকার জংগীবাদের রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে বর্তমান অবৈধ ইন্টেরিম সরকার ও ক্ষমতাসীন চক্র দলনিরপেক্ষতা হারিয়ে জংগীবাদের পক্ষপাতদুষ্ট হয়ে গেছে বিধায় তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পূণরুদ্ধার সম্পূর্ণ অসম্ভব।
আমরা দেশ ও জনগণের পক্ষ থেকে এসব ধ্বংসাত্মক তামাশা ও দেশ বিরোধী ক্ষতিকর অবান্তর কাজে দেশের জনগণের অর্থ নষ্ট না করে এবং দেশ গণতন্ত্র দ্বীন ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে
তাদের পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *