রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের সামনে থেকে পিস্তলসহ দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বরে হলুদ রঙের একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রংপুর নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ, কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুনউর রশিদ মেহেদি এবং একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।

তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার জানান, “আটকের সময় তাদের কাছ থেকে কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং পিস্তলগুলো আসল কিনা তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *