রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহিরাঙ্গন পরিচালকের সাময়িক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রক্টর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বহিরাঙ্গন পরিচালক পদটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ। পদাধিকারবলে এ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা সামনে থাকায় জরুরি ভিত্তিতে পদটি পূরণ করতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ড. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও স্বৈরশাসকের দোসর হওয়ায় কোনো উপযুক্ত ব্যক্তি পাওয়া যাচ্ছে না। তাই আমাকে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ জানান, “ড. ফেরদৌস রহমানকে সাময়িকভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় তাকে যোগ্য মনে করেই এ পদে নিয়োগ দিয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “এই মুহূর্তে এ পদের জন্য উপযুক্ত কাউকে নিয়োগ দেওয়ার পরিস্থিতি নেই। তাই ড. ফেরদৌস রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে, যেন কোনো আইনি জটিলতায় না পড়তে হয়।”

বহিরাঙ্গন পরিচালক হিসেবে ড. ফেরদৌস রহমানের নিয়োগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *