ব্রাইট বাংলাদেশ ফোরাম ও একশন এইডের উদ্যোগে দুই দিনব্যাপী “গ্রিন এন্টারপ্রেনিউরশিপ” প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের এলআরপি ম্যানেজার রিদোয়ানুল হাকিম রিয়াদ, প্রোজেক্ট অফিসার পিকুল দাশ জয়, একশনএইডের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা, এবং ইয়ুথ গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঊষার আলোর ইয়াসিন আরাফাত, ওয়াইএএসডির তানহিদা তৌহিদ, এবং কায়ো বাংলাদেশের রাফিয়া। এছাড়া, চট্টগ্রাম ইয়ুথ হাবের প্রেসিডেন্ট আবদুল মান্নান জিহাদ এসোসিয়েট ট্রেইনার হিসেবে যুক্ত ছিলেন।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, টেকসই ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণটি তরুণদের পরিবেশসচেতন উদ্যোগ গঠনে অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষন শেষে সবার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *