রায়ে ভায়েকানোর বিপক্ষে জয় পেলেই লা লিগার টেবিল টপার বার্সেলোনাকে ছাড়িয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। নিজেদের মাঠে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে আরও একবার রুখে দিয়েছে দলটি। ৩-৩ গোলের সমতায় পয়েন্ট ভাগ করতে হয়েছে রিয়ালকে।
এই ড্র’য়ের পর ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
অবশ্য এই ম্যাচে নামার আগেই রিয়ালের জয় পাওয়া নিয়ে শঙ্কা ছিল। আর সেই শঙ্কার কারণ ভায়োকাসে খেলা রিয়ালের পূর্বের ইতিহাস। এই মাঠে সবশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাতে হয়েছিল রিয়ালকে। তাই প্রতিপক্ষ নামেভারে দুর্বল হলেও সেই শঙ্কা ছিলোই। সেটাই যেন আরও একবার করে দেখাল ভায়েকানো।
এদিন নিজেদের মাঠে ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় রিয়ালের জালে গোল দেয় ভায়েকানোর উনাই লোপেজ। সেই গোল শোধ দেওয়ার আগে রিয়ালের জালে দ্বিতীয় দফা গোল দেয় ভায়েকানো। ৩৬ মিনিটে আবদুল মুমিনের গোলে ২-০ গোলে এগিয়ে যায় দলটি। সেখান থেকে ম্যাচে ফেরায় কঠিন হয়ে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দলের জন্য।
তবে ম্যাচে ফিরতে এরপর আর সময় নেয়নি রিয়াল। ৩৯ ও ৪৫ এই ৬ মিনিটের দুর্দান্ত এক স্পেলে ফেদেরিকো ভালভের্দে ও জুড বেলিংহামের দুই গোলে সমতায় ফেরায় রিয়ালকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভায়েকানোর রক্ষণে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। খুব দ্রুতই এর ফলও পেয়ে যায় তারা। ৫৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করেন রদ্রিগো, তাঁকে সহায়তা করেন গুলের। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৮ মিনিট পরই আবার ভায়েকানো সমতায় ফেরে ইসি পালাজোনের গোলে। শেষ পর্যন্ত ৩–৩ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে।