ক্যানসার আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান বলিউড অভিনেতা ইরফান খান। প্রয়াত এই অভিনেতার শূন্যতা এখনও টের পায় বলিউড। ইন্ডাস্ট্রিতে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দ্য সং অফ স্করপিয়নস’ নামের একটি ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছিলেন শশাঙ্ক আরোরা। সেই কাজের অভিজ্ঞতা টেনে এক রোমাঞ্চকর ঘটনা তুলে আনলেন ইরফানের এই সহশিল্পী। তিতলি’ খ্যাত অভিনেতা শশাঙ্ক ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানানলেন, ভারত-পাকিস্তান সীমান্তে নাকি ঘুড়ি ওড়াতে চেয়েছিলেন ইরফান! সে ঘটনা তুলে শশাঙ্ক বলেন, ‘ছবির শ্যুটিং তখন চলছিল রাজস্থান এবং পাকিস্তানের সীমান্তে। ইরফান একদিন হঠাৎ আমাকে বললেন, চলো, একটা বাইক নিয়ে সীমান্তে যাই এবং ওখানে ঘুড়ি ওড়াই’। ইরফানের এ কথা শুনে চমকে যান শশাঙ্ক। তারপর ইরফান নাকি বলেছিলেন, ‘আমি ঘুড়ি উড়িয়ে দেখতে চাই, কোন পক্ষ আগে গুলি চালায়।’ শশাঙ্ক জানান, ইরফানের প্রস্তাব শুনেই ছবির প্রযোজক ভয় পেয়ে যান। তিনি বহু অনুরোধ করে সে যাত্রায় ইরফানকে আটকে দেন।
‘দ্য সং অফ স্করপিয়নস’ নামের সেই ছবিটি যদিও ইরফানের প্রয়াণের পর মুক্তি পায়। যার সিংহভাগ শ্যুটিং হয় জয়সলমেরে। শশাঙ্ক এও জানিয়েছেন, ছবির শ্যুটিংয়ের সময় ইরফান বেশ অসুস্থ ছিলেন।