অভিনেত্রী মনীষা কৈরালা। নেপালি অভিনেত্রী হলেও প্রধানত বলিউড চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে মনীষা রয়েছেন মাতৃভূমি নেপালে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে দেখা যায় তাকে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মনীষা একটি ভিডিও করেন। ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে শরীরচর্চা করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও প্রকাশ করে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ দিয়ে তিনি লিখেছেন, ‘সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে।’ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পের মাঝেও অভিনেত্রী মনীষা কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে শরীরচর্চা করতে দেখা গেছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবি থেকে তার উত্থান।

২০১২ সালে অভিনেত্রীর শরীরে ক্যানসারের উপস্থিতি ধরা পড়ে। যদিও দীর্ঘ চিকিৎসার পর এখন ভালো আছেন তিনি, ফিরেছেন বলিউডেও। ২০২৪ সালে সঞ্জয় লীলা বানসালীর ‘হীরামন্ডী’তে তার ‘মালিকাজান’ চরিত্রটি নতুন করে আলো ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *