ভোলা সদরের মাষ্টার কলোনী এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ৪টি হাতবোমাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি শান্তির হাট বাজার এলাকায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টার কলোনী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তোফায়েল আহমেদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল।

কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একদিকে তোফায়েল আহমেদের মতো একজন শিক্ষকের এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেছেন

কোস্টগার্ড জানিয়েছে, ভোলা জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করবে। সাধারণ মানুষকে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *