বলিউড ভাইজান সালমান খানের ৫৯ তম জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিল তার নতুন ছবি সিকান্দর-এর টিজার। বৃহস্পতিবার প্রথম ঝলক প্রকাশ্যে এনে, এমনই ঘোষণা করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার রাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। এমন পরিস্থিতিতে যে নতুন ছবির টিজার রিলিজ করা ঠিক হবে না, তা বুঝতে পেরেছেন সালমান ও সিকন্দর টিম। এ কারণে পিছিয়ে দেওয়া হয়েছে টিজার মুক্তির তারিখ। সিকান্দর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের পরিবর্তে এই ছবির টিজার মুক্তি পাবে ২৮ ডিসেম্বর সকাল ১১টায়।
এদিকে ‘দাবাং’, ‘ভাইজান’, ‘টাইগারের’ পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি হয়েছেন সালমান। আর সেই অবতারই হল ‘সিকন্দর’। আগামী বছর ঈদে ‘সিকান্দর’ হয়ে পর্দায় আসছেন সালমান খান। সেই অবতারেরই ঝলক দেখালেন বলিউডের ভাইজান। হাতে ধারালো অস্ত্র নিয়ে সিকান্দর অবতারে ধরা দিলেন তিনি। প্রথম ঝলকেই সালমান যেন বুঝিয়ে দিলেন, তাকে দমিয়ে রাখা সহজ নয়।
সালমানের ‘সিকান্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। এই ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা।
উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবার এই পথই বেছে নিয়েছেন ভাইজান।