শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন। এদিকে চলতি বছরের মার্চ মাসে মারা গেছেন অভিনেত্রীর মা ঝরনা রায়। মাকে হারিয়ে পূজা চেরি যেন একা হয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। আবেগঘন পোস্ট দিয়ে পূজা চেরি মাকে পাশে থাকার কথা উল্লেখ করে লিখেছেন, ‘মামুনি তোমার কথা অনেক বেশি মনে পরছে। থেকো কিন্তু আমার সাথে মা।’ সেই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, আমার বিস্বাস। আন্টি যে ছায়ায় ও মায়ায় মেখে রাখতো তোমাকে,সে কখনো দূরে থাকতে পারেনা অবশ্যই তিনি ছিলেন আছেন থাকবেন।
মাকসুদুল হক নামে আরেকজন ভক্তের ভাষ্য, ‘আন্টির আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে এটা আমি বিশ্বাস করি।’ আহমেদ শাওনের কথায়, ‘আন্টির মত মানুষ পাওয়া খুব কঠিন, যেখানেই থাকুক শান্তিতে থাকুক।’