মায়ের জন্মদিনে একেবারে অন্য রূপে ধরা দিলেন সালমান খান। মা সালমা খানের একটি সুন্দর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন অভিনেতা। সালমান ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে মা সালমার একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন। সালমানের জীবনের নানা সমস্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার পরিবারের উপর। এর আগে বহুবার এ কথা বলতে শোনা গেছে তাদের। ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন মাম্মি। মাদার ইন্ডিয়া, আমাদের পৃথিবী।’ ভিডিওতে সালমাকে তার ছোট ছেলে সোহেলের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। একের পর এক হুমকিতে যখন সালমানকে নিয়ে চিন্তায় ভক্তরা, তখন এমন মুহূর্ত মন জয় করেছে সকলের বলা চলে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইজানের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে পা মেলাচ্ছেন মা-ছেলে। একঝাঁক অতিথিও উপস্থিত সেখানে। সকলে মিলে জমিয়ে মেতে নাচ-গান-আড্ডায়। ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়েছেন ববি দেওল, বরুণ ধাওয়ান, গৌরী খানসহ একাধিক বলিউড তারকারা।

খান পরিবারের সব ভাইবোনদের মুখেই তাদের মা সালমার জীবনের নানা কথা শোনা যায়। বলিউডের প্রবীণ জুটি সেলিম খান এবং জাভেদ আখতারের ডকুমেন্টারি সিরিজ ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এ আরবাজ খান বলেছিলেন, তার মা সালমা তাদের বাবার সঙ্গে স্ত্রী হেলেনের সঙ্গে সম্পর্ক নিয়ে বা তাদের বিরুদ্ধে কখনও খারাপ কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *