বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। তামিল ভাষার চলচ্চিত্র দ্বারা ক্যারিয়ার শুরু করেছিলেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ইদু সাথিয়া’। ১৯৬৮ সালে হিন্দি চলচ্চিত্র শিল্পের মহানায়ক রাজ কাপুরের সঙ্গে ‘স্বপ্ন কা সৌদাগর’ সিনেমায় অভিনয় করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রী তার মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

হেমা লিখেছেন, ‘আমরা মায়ের জন্মদিন পালন করতে কখনও ভুলি না। তিনি আমার জন্য যা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তার ব্যক্তিত্ব এবং ইন্ডাস্ট্রিতে এবং বাইরের সকলের সঙ্গেই তিনি যে সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন তা আমার কর্মজীবনকে অন্য রূপ দিয়েছে এবং আমাকে ‘আমি’ হয়ে উঠতে সাহায্য করেছে। ধন্যবাদ আম্মা।’ অভিনেত্রীকে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে যে তারকা হওয়ার পিছনে তার মা জয়া চক্রবর্তীর বড় অবদান রয়েছে। অভিনেত্রীকে যে কোনও রকমের সমস্যা থেকে তিনি রক্ষা করেছেন।

তিনি পুরোনো একটি পোস্টে লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্তে আমার মা আমার সঙ্গে ছিলেন। একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসাবে আমার ক্যারিয়ারকে সাপোর্ট দিয়েছিলেন। আমাকে সমস্ত ঝামেলা থেকে বাঁচিয়েছেন।’

হেমা মালিনী তার মাকে আম্মা বলে ডাকতেন। মা ছিলেন তার পরিবারের সবচেয়ে বড় শক্তি। হেমা মালিনী তাকে তার পরিবারের পাওয়ার হাউজ মনে করেন। হেমার মায়ের সঙ্গে তার পরিবারের সকলেরই ভীষণ ভালো সম্পর্ক। সন্তানদের আদরে আগলে রাখতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *