বার্সেলোনা আগেই সুপার কাপের ফাইনালে উঠে গিয়েছিল। অপেক্ষা ছিল রিয়াল মাদ্রিদের। সে অপেক্ষাও শেষ। বৃহস্পতিবার রাতে রিয়াল মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কাটে। ফলে ফাইনালে দেখা মিলছে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর।

জুড বেলিংহামের দ্বিতীয়ার্ধের নির্ভুল শটের মাধ্যমে মাদ্রিদ এগিয়ে যায়। পরে মার্টিন ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোল এবং রদ্রিগোর কাছ থেকে আরেকটি গোল দলকে বড় ব্যবধানে জয় এনে দেয়।

জেদ্দায় স্থানীয় সমর্থকদের সামনে মাদ্রিদ আধিপত্য বিস্তার করেছে পুরো ম্যাচে। রিয়াল মাদ্রিদের শুরু থেকেই খেলা আক্রমণাত্মক ছিল। লুকাস ভাসকেস এবং রদ্রিগো প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করলেও মায়োর্কার রক্ষণের কারণে তা সফল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অরেলিয়েন চুয়ামেনি চোট পেয়ে মাঠ ছাড়েন, তবে ম্যাচ শেষে নিশ্চিত করা হয় যে তিনি সুস্থ আছেন।

৬৩তম মিনিটে মাদ্রিদ গোলের সূচনা করেন বেলিংহাম। রদ্রিগোর হেড এবং কিলিয়ান এমবাপের প্রচেষ্টা ব্যর্থ হলেও বেলিংহাম সুযোগ কাজে লাগান ভালোভাবেই। তার গোলে এগিয়ে যায় রিয়াল।

মায়োর্কা ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছে অনেক। তবে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোল মাদ্রিদের দ্বিতীয় গোল নিশ্চিত করে। রদ্রিগো শেষ মুহূর্তে আরেকটি গোল যোগ করে ম্যাচটি নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে। গেল মৌসুমেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ফাইনালে যা হয়েছিল, তার পুনরাবৃত্তি নিশ্চয়ই এবারও চাইবে রিয়াল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *