ভারতের বিপক্ষে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দলে একটি পরিবর্তন নিশ্চিত করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল মার্শের পরিবর্তে তাসমানিয়ার অলরাউন্ডার বো ওয়েবস্টার প্রথমবারের মতো টেস্ট খেলবেন।
মার্শ শেষ কিছু দিন ধরেই ছিলেন অফ ফর্মে। সাম্প্রতিক সিরিজেও তা থেকে বেরোতে পারেননি তিনি। প্রথম চার টেস্টে তিনি ব্যাট হাতে করেছেন মাত্র ৭৩ রান (গড় ১০.৪২), যার মধ্যে ৪৭ রান এসেছিল পার্থ টেস্টের শেষ ইনিংসে, যখন ম্যাচের ফল প্রায় নির্ধারিত হয়েই গেছে। বল হাতেও খুব বেশি সফল ছিলেন না তিনি। সাত ইনিংসে ৩৩ ওভার বোলিং করে নিয়েছেন মোটে ৩ উইকেট।
ওয়েবস্টার সাম্প্রতিক সময়ে শেফিল্ড শিল্ডে দারুণ ফর্মে ছিলেন। গত মৌসুমে তিনি ৯৩৮ রান (গড় ৫৮.৬২) এবং ৩০ উইকেট নিয়ে নজর কাড়েন। এ মৌসুমেও ৩০৩ রান (গড় ৫০.৫০) এবং ৯ উইকেট নিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাসমানিয়া ও অস্ট্রেলিয়া এ দলের হয়ে তার অনবদ্য পারফরম্যান্স তাকে নিয়ে এসেছে অভিষেকের দুয়ারে।
এই বিষয়ে কামিন্স বলেন, ‘মিচি জানেন তিনি এই সিরিজে ব্যাট বা বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আমরা মনে করেছি বো’র সুযোগ পাওয়ার সময় এসেছে। বো দলে ইতোমধ্যে দারুণ প্রভাব ফেলেছে এবং তার অভিষেকের জন্য আমরা রোমাঞ্চিত।’
সিডনি টেস্টে অস্ট্রেলিয়া একাদশ
স্যাম কনস্টাস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড।