লিওনেল মেসি থেকে শুরু করে বেশ কয়েকজন তারকা ফুটবলারের দল ছাড়া নিয়ে কম নাটকীয়তার জন্ম দেয়নি বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। যার মূলে সভাপতি হুয়ান লাপোর্তা এবার তোপের মুখে পড়েছেন। দানি অলমোকে নিয়ে সৃষ্ট জটিলতার পর এবার তার পদত্যাগ দাবি করেছে ক্লাবটির বড় সমর্থক গোষ্ঠী ‘সোম উন ক্ল্যাম’। তাদের দাবি– লাপোর্তা লাগাতার মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়েছেন! গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমো ও পাউ ভিক্টরকে বার্সেলোনার স্কোয়াডে নিবন্ধনের শেষ সময় ছিল। এরমধ্যে নিবন্ধন করাতে না পারলে স্কোয়াড থেকে বাদ পড়তেই হতো তাদের। শেষ পর্যন্ত তাই হয়েছে। দুই খেলোয়াড়ের (২০ এবং ১৮ নম্বর) কার্ড আর দেখা যাচ্ছে না ক্লাবের অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে গত আগস্টে দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে নিবন্ধন হারানো আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ওই স্কোয়াডে আছেন। এর আগে ক্রিস্টেনসেন ও রোনাল্ড আরাউহোর ইনজুরির সুবাদে ওলমো-ভিক্টর অন্তর্ভুক্ত হয়েছিলেন স্কোয়াডে।

ওলমোকে ৬০ মিলিয়ন ডলারে আরবি লাইপজিগ এবং পাউ ভিক্টরকে ২.৬ মিলিয়ন ডলারে জিরোনা থেকে সাইনিং করায় কাতালান ক্লাবটি। তবে মৌসুমের মাঝপথেই রেজিস্ট্রেশন তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে গেল। মৌসুমের দ্বিতীয়ার্ধে তাদের রেজিস্ট্রেশন না হওয়া এবং বার্সার পক্ষে নেওয়া এমন অনেক সিদ্ধান্তে অটল থাকতে পারেননি বলে অভিযোগ রয়েছে সভাপতি লাপোর্তার বিরুদ্ধে। সেই বিষয়টি উল্লেখ করে তার পদত্যাগের দাবি তুলেছেন সমর্থকরা। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ‘সোম উন ক্ল্যাম’ সমর্থক গোষ্ঠী ৬২ বছর বয়সী বার্সা প্রধানের পদত্যাগ চেয়ে লিখেছে, ‘সোম উন ক্ল্যামের পক্ষ থেকে ক্ষোভ এবং গ্লানি নিয়ে দানি ওলমো ও পাউ ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগ দাবি করছি। ২০২৪ সালের শেষ ২৪ ঘণ্টায় ক্লাব গভর্নিং বডির চরম নাটকীয়তা ও ব্যর্থতার অভিজ্ঞতা হয়েছে আমাদের। যারা বার্সার স্কোয়াড নিয়ে কল্পনাতীত অপেশাদার ও অপরিপক্ব আচরণ করে আসছে। ফলে রেজিস্ট্রেশনের সুযোগ হারিয়েছে দুই ফুটবলার।’ এর আগে ২০২৫ সালের শুরুতেই দুই বার্সা তারকাকে নিবন্ধনের বাইরে রাখার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় লা লিগা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘লা লিগা জানিয়েছে যে ৩১ ডিসেম্বর পর্যন্ত, এফসি বার্সেলোনা এমন কোনো বিকল্প উপস্থাপন করেনি যা লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিধি মেনে চলার মাধ্যমে ২ জানুয়ারি থেকে কোনো খেলোয়াড় নিবন্ধনের অনুমতি দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *