তিন ফরম্যাটে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে। তার জায়গায় আলোচনায় আছে বেশ কিছু নাম। সেই দৌড়ে বাকিদের থেকে কিছুটা হলেও এগিয়ে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে এই দু’জনের কাঁধেই ছিল নেতৃত্বের ভার। তবে সমস্যা হলো-টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে লিটন ঝলক দেখালেও ভয়াবহ রানখরায় ভুগছেন এই ব্যাটার। তাই তার দলে থাকাটাই এক রকম অনিশ্চিত। যে কারণে মিরাজকে নিয়ে ভাবনা আছে বোর্ডের। এ ব্যাপারে মিরাজের ভাবনা কী?

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া মিরাজ এবার বিপিএলেও খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন। তার আগে বয়সভিত্তিক দলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তার ভাবনা কী? ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর সে সব কথায় জানিয়েছেন মিরাজ।

জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজের ভাষ্য, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে, দেখেন লিটন দাস করেছে ওয়েস্ট ইন্ডিজে। খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। যেহেতু বিপিএলে করছি, অভ্যাস হচ্ছে আমার। ভবিষ্যতে কাজে লাগবে।’

মিরাজ আরও বলেন, ‘আপনি দেখেন যেকোনো ফরম্যাটে সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছি শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএলে ১২-১৪টা ম্যাচ করব আমি জানি। প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন।’

নেতৃত্ব কতটা উপভোগ করছেন মিরাজ, ‘দেখেন আপনি যেটা বললেন সুযোগ যখন আসে তখন উপভোগ করা জরুরি। যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি এখানেও করছি। হয়ত এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেক দিন গ্যাপ দিলে মাঝেমধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কীভাবে উন্নতি করা যায় তা করা যায়। আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি।’

বিপিএলে ঢাকার বিপক্ষে দলের জয়ের কৃতিত্ব সবাইকে দিয়েছেন মিরাজ, ‘আপনি দেখেন যত ভালো ক্যাপ্টেন হন না কেন প্লেয়ারদের সাপোর্ট না পেলে আপনি কখনওই ফল এনে দিতে পারবেন না। প্লেয়ারদের সাপোর্ট জরুরি, রান করা, ভালো বোলিং করা। দেখেন যে ২টা ম্যাচ জিতেছি শুরুর ম্যাচে অঙ্কন ২২ বলে ৫৮ করল। এমন ইনিংস বিদেশিরা খেলে থাকে। এমন প্লেয়ার থাকলে ক্যাপ্টেনের কাজ ইজি হয়ে যায়। আজকে (মাহিদুল ইসলাম) অঙ্কন, (আবু হায়দার) রনি, জিয়া (জিয়াউর রহমান) ভাই ভালো করল। ক্যাপ্টেন তখনই কিন্তু কোপায় যখন প্লেয়াররা পারফর্ম করে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে জেতায়।’

অধিনায়কত্বে কেমন চ্যালেঞ্জ দেখছেন মিরাজ, ‘কুইক সিদ্ধান্ত নিতে হয়। এখন আইসিসি যা করেছে। ১ মিনিটের মধ্যে ওভার চেইঞ্জ করা। এটাও কঠিন একটু। মাঝেমধ্যে ফিল্ড সেটাপ করতে হয়, এটা ১ মিনিটের মধ্যে নেওয়া কঠিন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *