উয়েফা নেশনস লিগে পেশাদার ক্যারিয়ারের ৯০০তম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২-১ গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ সূচনা করলো পর্তুগাল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে লিসবনে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে দলের হয়ে গোল করেন রোনালদো। দূর থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস, বলের ওপর তীক্ষ্ণ নজর রেখে, প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার দেশের জার্সিতে যেটি ছিল ১৩১তম গোল। আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১৩১টি। বাকি ৭৬৯টি গোল তিনি করেছেন পাঁচ ক্লাবের হয়ে।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জয়ের চেয়ে ফুটবল উপভোগ করাই এখন তার একমাত্র অনুপ্রেরণা। অভিজ্ঞ এই স্ট্রাইকার বলেন, ‘পর্তুগালের ইউরো জেতা বিশ্বকাপ জেতার সমান। আমি পর্তুগালের হয়ে দুটি শিরোপা জিতেছি যা সত্যিই চেয়েছিলাম। আমি এতে মোটিভেটেড নই। আমি ফুটবল উপভোগ করে অনুপ্রাণিত হই এবং রেকর্ড স্বাভাবিকভাবেই আসে।’

তিনি বলেন, ‘৯০০ গোল করাটা অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়, কিন্তু শুধু আমিই জানি ৯০০তম গোল করতে প্রতিদিন পরিশ্রম করা কতটা কঠিন। এটা আমার ক্যারিয়ারের অনন্য মাইলফলক। আমি রেকর্ড ভাঙি না। রেকর্ডই আমাকে তাড়া করে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *