কাহালপুর মধ্যপাড়া আশিকুজ্জামান বপুর উদ্যোগে বাহারেরমার ভীটা নামক স্থানে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন জিয়াউল হক তুষার ও আমিত কুমার মন্ডল। খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন আশরাফুজ্জামান রানা ও সোহাগ মিয়া। উক্ত খেলায় উপস্থিত ছিলেন খোকন মিয়া,আব্দর রকিব মোল্লা, এহিয়া মোল্লা, নান্টু মিয়া, শরীফ মিয়া,ইকবাল মিয়া সবুজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত খেলায় প্রথম পুরষ্কার ৫০০০টাকা ও দ্বিতীয় পুরস্কার ৩০০০ টাকা