বাগেরহাটের মোল্লাহাটে ১৮ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ওই সব হুইলচেয়ার প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে ওইসব হুইলচেয়ার হস্তান্তর করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক কে, এম, মাহামুদুল হক প্রমুখ।