বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় চত্বরে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রত্না দেবনাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইকরামুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক কে,এম, মাহামুদুল হক প্রমুখ।