যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে কোন স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারছেন না। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ট্রেন বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা নানা মন্তব্য করছেন। তাদের মধ্যে রেজা ই রাব্বি লিখেছেন, উত্তরা অভিমুখে শিডিউল ডিলে হচ্ছে; সবাই হাতে সময় নিয়ে বের হবেন।
একটি ছবি পোস্ট করে মুন্তাছুর আল সাকিব হৃদয় লিখেছেন, এন্ট্রি অফ কেন? কেউ কি বলতে পারবেন? এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিলো। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তারা জানান, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে। এখনও (২টা ১৩ মিনিট) চালু হয়নি। কাজ চলমান আছে। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে।