গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও ছুঁতে পারেনি রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত সুপার ওভারে হেরেছিল নুরুল হাসান সোহানের দল। আসরে তাদের দ্বিতীয় ম্যাচে আজ ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রাইডার্সরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে ভিক্টোরিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন ব্লাক ম্যাকডোনাল্ড। রংপুরের হয়ে ২৩ রানে ২ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন।
আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া। দুই ওপেনার মিলে যোগ করেন ৭০ রান। ৪০ রান করে ম্যাকডোনাল্ড ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এই ওপেনারকে ফেরান রিশাদ। আরেক ওপেনার ক্লার্ক করেছেন ৩১ বলে ৩২ রান। এরপর তিনে নেমে সঞ্জয়ও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩১ রান। আর শেষদিকে স্কট এডওয়ার্ডস ১৭ বলে অপরাজিত ৩০ রান করলে দেড়শ পেরোনো সংগ্রহ পায় ভিক্টোরিয়া।
রংপুরের হয়ে ২৩ রানে ২ উইকেট শিকার করে সেরা বোলার রিশাদ। তাছাড়া ২৪ রানে ২ উইকেট পেয়েছেন মেহেদি হাসান।