রাঙামাটিতে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধরনা ফায়ার সার্ভিসের। রাঙামাটির ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিক আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের ঘরগুলো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিন ইউনিট দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় এক মালিকের ছয়টি বসতঘর পুড়ে যায়। এতে দুটি ঘরে মালিক নিজে থাকতেন, বাকিগুলো ভাড়া দিয়েছিলেন। বাড়ির মালিক আক্তার হোসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধরনা করা যাচ্ছে বলে জানান দিদারুল আলম।