অপারেশন ডেভিল হান্ট পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল)মেহেদী ইসলাম। তিনি বলেন, নারায়ণগঞ্জে রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রূপগঞ্জ থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় গ্রেফতার আসিফ দেওয়ান (২১) পিতা-মোঃ মুকুল দেওয়ান মাতা-লিজা বেগম সাং-হিরনাল দাউদপুর আওয়ামীলীগ কর্মী, জাকির হোসেন (৪৩) পিতা- মৃত শামছুল হোসেন ভুইয়া সাং-দক্ষিণবাগ রূপগঞ্জ ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী, মোঃ সৈকত মিয়া(২৪) পিতা-শামসু মিয়া সাং-গুতিয়ার রূপগঞ্জ ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *