নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা কার্যালয়ে আজ তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে স্লোগান করে তারুণ্যের উৎসব ২০২৫ পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কে বদলাই, বিশ্বেকে বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে বলতে চাই,মাদকের বিরুদ্ধে তরুণদের ভুমিকা রাখতে হবে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসা ধ্বংস করতে না পারলে দেশ এগুবে না। প্রশাসনের পাশাপাশি তরুণদেরকে পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল প্রকার চাঁদাবাজি ,সিন্ডিকেট সম্পর্কে সতর্ক থাকতে হবে। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে।ঘুষ ও দূর্নীতি মুক্ত সমাজ গড়তে না পারলে দেশ ও সমাজের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন সম্ভব হবে না। ভেজাল খাদ্য ও পরিবেশ দূষণ সতর্ক থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,, নিবার্হী প্রকৌশলী জেড এম আনোয়ার । এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির জুনায়েদ আনজুম , ফাহিম বেপারী, আকাশ,জীম, জোবায়ের, সাব্বির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ গ্রহণ কারী শতাধিক আহত ও সাধারণ শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *