নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সোমবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী, মা সেলিনা বেগম, কবির মিয়া, রোজিনা আক্তার, আক্কাস, লিয়াকো, শাহিনুর, সায়েস্তা সহ প্রতিবেশীরা।
এসময় ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী বলেন, দুই পক্ষ মারামারি লেগেছিল আমার ছেলে শাহিন তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আবার সংঘর্ষে জড়ায় এতে উভয়পক্ষই আহত হয়। অথচ তারা আমার বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়। আবার মাসুম বিল্লাহ তার নিজের বাড়িতে নিজে গুলিবর্ষণ করে যার সিসিটিভি ক্যামেরা ফুটেজ আপনারা দেখেছেন। সেই ঘটনায়ও আমার ছেলে শাহিনকে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক প্রতিহিংসার বলি আমার ছেলেকে বানাবেন না। প্রশাসনের কাছে আবেদন জানাবো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেন। আমার ছেলে অপরাধী হলে শাস্তি পাক নিরপরাধ হলে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া হউক।