সৌদি প্রো লিগের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দিয়েছেন তিনি। আল খালিজের পর আল ফাতেহ’র বিপক্ষেও গোল পেয়েছেন তিনি। এতে টানা দুই জয়ে টেবিলের তিনে উঠে এসেছে আল নাসর।

রোববার (২৬ জানুয়ারি) আল ফাতেহকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। রোনালদো ছাড়াও আল নাসরের হয়ে গোল করেছেন ফরাসি ডিফেন্ডার সিমাকান। বাকি গোলটি আত্মঘাতী। আল ফাতেহ’র হয়ে একমাত্র গোলটি করেছেন মুরাদ বাটনা।

এদিন ম্যাচের শুরুটা সেভাবে ভালো করতে পারেনি আল নাসর। তবে বিরতিতে যাওয়ার আগে প্রতিপক্ষকে গোল উপহার দেয় আল ফাতেহ। ৪১তম মিনিটে নিজেদের জালেই বল পাঠান মারওয়ানে সাদানে। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে ধার বাঁড়ায় আল নাসর। এতে ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান বাঁড়ায় তারা। অ্যাঞ্জেলোর ফ্রি কিক থেকে হেড করে গোল করেন ডিফেন্ডার সিমাকানে।

ম্যাচের ৭২তম মিনিটে আল নাসরের গোলরক্ষক বেনটোর ভুলে গোল পায় আল ফাতেহ। ডি-বক্সে বেনটোকে চাপে ফেলে আল ফাতেহ’র ফুটবলাররা। তাতে প্রতিপক্ষের কাছে বল দিয়ে দেন তিনি। খালি জালে বল পাঠিয়ে ব্যবধান কমান বাটনা।

কিন্তু ম্যাচের ৮৭তম মিনিটে গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাদিও মানের পাস থেকে গোলটি করেন এই তারকা ফুটবলার। যা ক্যারিয়ারের ৯২০তম গোল তার। সবশেষ ৮ ম্যাচে ১০ গোল করেছেন পর্তুগিজ এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *