শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে হারায় এ ম্যাচে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে সিরিজ হারের। আফগানরাও সে অপেক্ষাতেই আছে। অন্যদিকে সিরিজ বাঁচাতে জিততে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল। এই অবস্থায় কি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

সিরিজের দ্বিতীয় ম্যাচটিও মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায়। যেখানে জানা যাবে কে হাসছে শেষ হাসি। বাংলাদেশের লড়াইয়ে ফেরার আনন্দ না অপেক্ষা করে আছে সিরিজ হারের বেদনা।

এর আগে প্রথম ওয়ানডেতে ২৩৫ রানে অলআউট করে দিয়ে ব্যাট হাতে দারুণ শুরুর পর নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে জবাব দিতে নেমে ২ উইকেটে স্কোরবোর্ডে ১২০ রান জমা করে ফেলেছিল বাংলাদেশ। এর পর সেখান থেকে স্কোরবোর্ডে মাত্র ২৩ রান জমা করে বাকি ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। নাটকীয়ভাবে অলআউট হয়েছে ১৪৩ রানের ব্যবধানে। ম্যাচ হেরেছে ৯২ রানের বড় ব্যবধানে।

এমন হারের পর ঘুরে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশ দলের সামনে। সিরিজ বাঁচাতে সেই চ্যালেঞ্জটা এখন নিতেই হচ্ছে বাংলাদেশ দলকে। যদিও এমন কঠিন ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে আছে দুশ্চিন্তার ছাপ। দলের অন্যতম সেরা ব্যাটার অভিজ্ঞ মুশফিকুর রহিম চোটের কারণে ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে। স্বাভাবিকভাবেই তাই তার জায়গায় দেখা যাবে নতুন কাউকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *