চ্যাম্পিয়ন্স লিগে আছে শীর্ষ দুইয়ে। কোপা দেল রের শেষ আট নিশ্চিত। দিনকয়েক আগে বার্সেলোনা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে লা লিগা এলেই কিছু একটা গোলমাল পাকিয়ে বসছে কোচ হানসি ফ্লিকের দল। এবার দলটা পয়েন্ট খোয়াল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হেতাফের বিপক্ষেও।

লা লিগায় বার্সেলোনার দুর্দশাটা কেমন, তার একটা ধারণা পাবেন প্রতিযোগিতাটায় শেষ আট ম্যাচের দিকে তাকালে। শেষ আট ম্যাচে বার্সেলোনা জয় নিয়ে মাঠ ছেড়েছে ক’বার জানেন? ১ বার। হ্যাঁ, ঠিক পড়েছেন, একবারই। সে জয়টা এসেছে আজ থেকে ৪৫ দিন আগে, মায়োর্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বার্সা।

এরপর থেকে বার্সা ৪ ম্যাচ খেলেছে, হেরেছে তার ২টিতে, অন্য ২ ম্যাচে করেছে ড্র। শেষ আট ম্যাচ হিসেবে আনলে বার্সা হেরেছে ৪ ম্যাচে, ৩ ম্যাচ করেছে ড্র, আর ১টি জয়। সম্ভাব্য ২৪ পয়েন্ট থেকে বার্সা কেবল অর্জন করতে পেরেছে ৬ পয়েন্ট। লিগের শীর্ষ থেকে দলটার অবস্থান তাই নেমে গেছে তিনে।

দলটার সবশেষ হতাশাটা উপহার পেয়েছে গত রাতে। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবলই খেলেছে বার্সা। প্রথমে গোলও পেয়ে গিয়েছিল জুলস কুন্দের কল্যানে। তবে সে সুখ বেশিক্ষণ টেকেনি তাদের। বিরতির আগেই মাউরো আরামবারি গোল করেন, হেতাফে ফেরায় সমতা।

পুরো ম্যাচে কাতালানদের পায়ে বল ছিল ৭৮ শতাংশ সময়। তার ছাপ পড়েছে বাকি সব পরিসংখ্যানেও। দলটা শট নিয়েছে ২১টি, যার ৫টা ছিল লক্ষ্যে। তবে বল দখলের ছাপ যেখানে পড়া সবচেয়ে বেশি জরুরী ছিল, সে গোলই ১টার বেশি করতে পারল না বার্সা। লা লিগায় তাই দলটার দুঃসময় আরও দীর্ঘায়িত হলো।

এর আগে আতলেতিকো মাদ্রিদ হেরে গিয়েছে লেগানেসের কাছে। মাতিহা নাস্তাসিচের গোলের জবাব দিতে পারেনি লা লিগার শীর্ষে থাকা দলটা। এর ওপর অ্যান্টোয়ান গ্রিজম্যান করেন পেনাল্টি মিস। ফলে ১-০ গোলের হার নিয়েই ঘরে ফিরতে হয় তাদের।

বার্সার ড্র আর আতলেতিকোর হারের ফলে সুযোগ এখন রিয়াল মাদ্রিদের সামনে। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আজ জিতলেই উঠে আসবে লা লিগার শীর্ষে। আতলেতিকোর পয়েন্ট ২০ ম্যাচে ৪৪। ওদিকে বার্সা সমান ম্যাচে পেয়েছে ৩৯ পয়েন্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *