বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে এবং মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) এ আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রাণ হারানো শহীদদের পরিবারের প্রতি সম্মাননা তুলে দেন এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। ইসাসের সভাপতি মোসাদ্দেক হোসেন এবং সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামও এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানটি বেরোবি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ)-এর সহযোগিতায় আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করেন এবং সমাজে বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের মাধ্যমে শুধু স্মৃতিচারণ নয়, বরং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শহীদদের আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *