বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে ৮৫ জন আবাসিক শিক্ষার্থীর কক্ষ বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫) দুপুরে হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আবাসিক শিক্ষার্থীদের জন্য পড়ালেখার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে সেলুন, লন্ড্রিসহ বিভিন্ন সেবা শীঘ্রই চালু করা হবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সৃষ্টিশীল মানসিকতা বজায় রাখতে একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

শহীদ মুখতার ইলাহী হলে শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দের ক্ষেত্রে একাডেমিক ফলাফল, বাসস্থান থেকে ক্যাম্পাসের দূরত্ব, অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথমবারের মতো লটারি ভিত্তিতে কক্ষ বরাদ্দ করা হয়েছে, যা প্রশাসনের নতুন উদ্যোগ। ভবিষ্যতেও এই পদ্ধতিতে কক্ষ বরাদ্দের প্রক্রিয়া চলবে।

হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সহকারী প্রভোস্টবৃন্দ এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশা করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *