শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আজ আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। আগের দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। যেখানে জয়ে সিরিজ জয়ের আনন্দে মাততে চায় দু’দলই।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। যেখানে জয় তুলে সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা টানে শান্তর দল। যেখানে বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক শান্ত, দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলি।

সিরিজ নির্ধারণী ম্যাচ হলেও বাংলাদেশের দুশ্চিন্তার অন্যতম কারণ অধিনায়ক শান্ত। সবশেষ দুই ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহককে এ ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। কেননা, দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন তিনি। যেই চোটের কারণে ম্যাচের লম্বা একটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। যা এ ম্যাচে শান্তর মাঠে নামা নিয়ে কিছুটা হলেও শঙ্কা জাগিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *