স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)ইউনিটে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী মো:আরিফুল ইসলাম রাহী সভাপতি , ফিসারিজ অ্যাকুয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদের প্রনাথ বিশ্বাস কে সাধারণ সম্পাদক এবং জোনাল প্রতিনিধি হিসেবে একই শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থী মুনতাসীর সাইমুন দায়িত্ব পেয়েছেন।

 

শুক্রবার (৩১ জানুয়ারি ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম মহববুজাম্মান ভবনের দ্বিতীয় তলায় এগ্রিবিজনেস অনুষদের সেমিনার রুমে, বাধঁন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর ও কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো.বেলাল হোসেন। এসময় সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

 

নবগঠিত এই কমিটি অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাজমিন নাহার নাঈমা ও রাবেয়া আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো:জুনাইদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম , কোষাধ্যক্ষ অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য , দপ্তর সম্পাদক মো : তাসরিফ উল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাইদ আহম্মদ, তথ্য ও শিক্ষা সম্পাদক মোছা:সানজিদা আক্তার ।

 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেব রয়েছেন মো:রানা ইসলাম, আফজাল আলম,নাফিসা তাবাসসুম, হালিমাতুস সামিয়া এবং নাফিউল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, রক্ত দেওয়ার যে মানবতা তা আসলে কোনোভাবেই মূল্যায়ন করা সম্ভব নয়। রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন করা যায় না । যদিও এই রক্তদানের মাধ্যমের সম্পর্ক টা সেরকম নয় যেটা প্রকৃতগত ভাবে হয় তবুও কিছুটা রক্তের টান থেকে যায়। এসময় তিনি বাঁধনের কিছু প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শীঘ্রই আলোচনা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় বিশেষ অতিথি ও ছাত্র পরামর্শক স্যারদের হাতে সম্মাননা স্মারক তুলেদেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যদের মাঝে সনদ ও স্মারক প্রদান করা হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

বাঁধন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি মাকনুন সুলতানা তারিনের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম রাহি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.বেলাল হোসন, ছাত্র পরামর্শক অধ্যাপক আশহাবুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক আখতার হোসেন , সংগঠনের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.মো: জসীম উদ্দীন, সহযোগী অধ্যাপক মান্নান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *