দুবাইয়ে বলিউডের ‘মিস হাওয়া হাওয়াই’ শ্রীদেবীর মৃত্যু হয়েছিল ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিনেত্রীর। যে রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি। বড়পর্দায় নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দেওয়া শ্রীদেবীর মৃত্যু ঘিরে সকলেই অবাক। তবে শ্রীদেবীর মারা যাওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে কী ঘটেছিল সেই প্রশ্ন থেকেই যায়। পারিবারিক বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেই সময় শ্রীদেবীর সঙ্গে স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর মুম্বইয়ে ছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। শুরু হয় মামলার তদন্ত কিন্তু আজও তার মিমাংসা হয়নি। সম্প্রতি, উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে ২০০ কোটি টাকা পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। তাই হয়ত আগে থেকেই পরিকল্পিত ছিল তার মৃত্যু। যদিও এই তথ্যের প্রমাণ মেলেনি। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর মৃতদেহ তার ঘরে পাওয়া যায়। দুবাইয়ের যে হোটেলে তিনি থাকতেন সেই রুমের বাথটাবে রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *