হলিউড অভিনেতা হুগো ওয়েভিং। ম্যাট্রিক্স ফ্রাঞ্চাইজির আইকনিক ভিলেন এজেন্ট স্মিথের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন হুগো। সেখানে তিনি ভারতীয় সিনেমার প্রসঙ্গ আনেন। তখন বাংলা সিনেমার কালজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের কথা তুলে ধরেন। চলচ্চিত্র উৎসব আয়োজনের এক ফাঁকে গণমাধ্যমে একান্ত আলাপ করেন অভিনেতা হুগো। এক পর্যায়ে অভিনেতার সর্বশেষ সিনেমা ‘দ্য রোস্টার’ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরলেন সিনেমার যাদুকর সত্যজিৎ রায়ের কথা।
‘দ্য রোস্টার’ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই সিনেমাটি আমার জীবনের এক কঠিন সময়ের গল্প। আমি যখন নিজের মনের সঙ্গে লড়াই করেছিলাম, তখন সময়টা ভীষণ অর্থহীন এবং ভীতিকর ছিল। ভারতে পুরুষরা নিজেদের অভ্যন্তরীণ সংগ্রামের কথা সহজে বলতে চান না, তেমনই কিছু দৃশ্য এখানেও দেখানো হয়েছে।’ তখনই ভারতীয় সিনেমা প্রসঙ্গে কথা বলেন হুগো। জানান, সত্যজিৎ রায়ের কারণে তিনি ভারতীয় সিনেমা চিনেছেন। তার কথায়, ‘আমি যখন ১৬ বছর বসে ছিলাম তখন সত্যজিৎ রায়ের সিনেমা দেখতাম। অপু ট্রিলজি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। সত্যজিৎ রায়ের পরিচালিত অনেক সিনেমায আমি দেখেছি, সত্যিই তিনি আমাকে ভারতীয় সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।’ প্রসঙ্গত, গত ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হয়েছে এইএফএফআই ২০২৪ চলচ্চিত্র উৎসব। ৫৫ তম এই চলচ্চিত্র উৎসবে ১৬ টি ওয়ার্ল্ড প্রিমিয়ার, ৩টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৪৩টি এশিয়ান প্রিমিয়ার, ১০৯ টি ভারতীয় প্রিমিয়ার সহ ৮১টি দেশের ১৮০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এই অনুষ্ঠানে।