বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজের বাসায় এক দুষ্কৃতকারীর আঘাতে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে শয্যাশায়ী। এ হামলার সময় স্ত্রী কারিনা কাপুর বাসায় ছিলেন না। তিনি ছিলেন তার বোন অভিনেত্রী কারিশমা কাপুরের বাসায়। কিন্তু কারিনা স্বামীর আক্রান্ত হওয়ার খবর পেয়েই ছুটে যান বাসায়। আক্রান্ত হওয়ার পর থেকেই অভিনেত্রী নীরব।

বৃহস্পতিবার সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলি খান ও ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোনজামাই সোহা আলি ও কুণাল খেমুকে। হামলার খবর পেয়ে এদিন সকালেই হাসপাতালে ছুটে যান অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

এদিকে বান্দ্রা এলাকায় একের পর এক তারকার বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা। গত বছরই বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করেছিল। এবার বছরের শুরুতেই বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় যাওয়ার পর এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলি খানের ওপর এলোপাতাড়ি ছুরির আঘাত করে। বান্দ্রার এ ঘটনা একেবারেই কি নিরাপদ? প্রশ্ন উঠেছে তারকা মহলে।

এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। এ নিয়ে গর্জে উঠেছেন অভিনেত্রী রুবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা কাপুর, তামান্না ভাটিয়াসহ একাধিক তারকা। তাই  দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাসায় আশ্রয় নিয়েছেন কারিনা কাপুর।

গতকাল ভোরে সাইফ আলিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর আড়াই ঘণ্টার অস্ত্রোপচার। উৎকণ্ঠায় কেটেছে অভিনেত্রীর। সন্ধ্যায় অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কারিনা কাপুর। দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন— আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই কঠিন একটা দিন এবং এখনো আমরা পরপর একেকটি ঘটনাকে বোঝার চেষ্টা করছি। এই কঠিন সময়ে আমি বিনীতভাবে সংবাদমাধ্যম এবং পাপারাজ্জিদের ভুয়া খবর ও গুজব থেকে দূরে থাকতে বিশেষভাবে অনুরোধ করছি।

তিনি আরও লিখেছেন—সর্বদা নজরদারি আবার আমাদের নিরাপত্তা শিথিল করতে পারে। তাই আমাদের পরিবারকে এ মুহূর্তে একটু একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটি পরিবার হিসাবে আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই কঠিন ও সংবেদনশীল সময়ে তাদের পাশে থাকার জন্য ওই পোস্টে ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন কারিনা কাপুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *