মাদারীপুরে জেলা জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহরের লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এসময়ে তিনি মন্তব্য করেন, সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানের ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। আসলে যেখানের মাল সেখানেই তো থাকবেন। অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাড় করানো হবে। এখন মঞ্চ তৈরির প্রস্তুতি করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১০ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা ১৫ জানুয়ারীর মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দিবেন। সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে। অনেকেই বলছে, সংস্কার দরকার নেই, সেটা সঠিক না। কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে। তাহলে এতো রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচন দিন।
এসময় জামায়াতের সেক্রেটারি বিগত দিনে শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামির নেতা-কর্মীদের খুন গুন হত্যার বিচার দাবি করে বলেন, অনেক নেতা-কর্মীকের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা। এখন তার জন্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তাকে ভারত বাঁচাতে পারবে না।
তিনি এসময় আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আগামী সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ব্যবস্থাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলেও একটি আসন পাবে। এতে রাজনৈতিক দলগুলো তাদের সৎ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইন সভা করতে পারবে। তাই দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা ভারতের সেবাদাস হয়ে রাষ্ট্র চালিয়েছে। এখন সে সেখানেই পালিয়ে গেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের নেতাদের অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সেই মঞ্চেই তার ফাঁসি আয়োজন প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামি মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুরের সহকারী অঞ্চল পরিচালক মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য সামচুল ইসলাম আল বরাটি, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *