সমীকরণ সরল। বাংলাদেশকে জানুয়ারির সিরিজে খেলতে হবে নিজেদের সর্বোচ্চ দিয়ে। দরকার ২ জয়। কিন্তু কাজটা বেশ কঠিন। নিজেদের চেনা কন্ডিশনে না। প্রতিপক্ষের মাঠ থেকে ৩ ম্যাচের সিরিজে অন্তত দুই জয় পেতে হবে বাংলাদেশের মেয়েদের। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। ২০২১ সালে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল টাইগ্রেসরা। বেশ লম্বা এক অপেক্ষার পর এবারে তেমন এক জয়ের স্বাদ পেল তারা। আর তাতেই বিশ্বকাপের অনেকটা কাছে চলে গিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের ইতিহাসে প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার অনেকটাই কাছাকাছি তারা।

২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ এই মুহুর্তে আছে ৭ম স্থানে। ৮ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। আর নিজেদের এই স্থান ধরে রাখতে বাংলাদেশের দরকার আর দুই জয়। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ। উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজ শেষে জয় পেয়েছে ৭ ম্যাচে। হেরেছে ৯ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে টাই আর ৪ ম্যাচ ছিল পরিত্যক্ত। নিজেদের শেষ তিন ম্যাচে বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সমীকরণ তাই একটিই। জিততে হবে উইন্ডিজ নারীদের বিপক্ষে সিরিজ। কাজটা যে মোটেই সহজ হচ্ছে না তাও জানা কথা। কদিন আগেই বিশ্বকাপে ক্যারিবিয়ান নারীদের কাছে শোচনীয় হার দেখতে হয়েছে বাংলাদেশকে। তার ওপর খেলতে প্রতিপক্ষের মাঠে, অচেনা এক কন্ডিশনে। প্রতিপক্ষের আছে টি-টোয়েন্টির বিশ্বকাপ জেতার নজিরও। তবে স্বস্তির বিষয়, এবারের চক্রে একেবারেই নাজুক অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তারা আছে উইমেন্স চ্যাম্পিয়নশিপের নবম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *