সাতক্ষীরাার আশাশুনি উপজেলায় মৎস্য ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে। এঘটনায় আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র মোঃ নজির উদ্দিন শেখ (৬৯) বাদি হয়ে আদালতপুর গ্রামের মোছেল সরদারের পুত্র শামীম সরদার, মুনছুর গাজীর পুত্র বাবু গাজী, শাহিনুর মিস্ত্রীর পুত্র পলাশ মিস্ত্রী, হাফিজুল সরদারের পুত্র জুয়েল সরদার, কোদন্ডা গ্রামের আজিজ গাজীর পুত্র সাদ্দাম গাজী, দূর্গাপুর গ্রামের বাহাদুর ঢালীর পুত্র খায়রুল ঢালী ও তরিকুল ঢালী সহ আরোও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ ও বাদির সাথে কথা বলে জানা যায় বাদি কোদন্ডা মৌজায় ২৪৮ নং খতিয়ানের ২৪৮৫ দাগে আনুমানিক ২৫ বিঘা জমির ঘেরে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছিলো। উল্লেখিত আসামীরা ৩ই জানুয়ারী শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকারে মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরে বাসা, নেট পাটা ভাংচুর করে জাল টেনে লক্ষাধিক ক্ষতিসাধন করে। সেখানে অবস্থান নিয়ে নতুন ঘর নির্মাণকালে বাদি বাধা দিতে গেলে উল্লেখিত বিবাদীরা তাদের কে মারপিট করে রক্তাক্ত জখম করে খুনের হুমকি দিয়ে দেয়। এমতাবস্থায় বাদি পুনরায় মাছ চাষ, ক্ষতি পুরন পেতে ও শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে আশাশুনি থানার ডিউটিরত অফিসার এসআই নাহিদুজামান জানান অভিযোগ পাওয়ার সাথে সাথে ইমারজেন্সি ডিউটির ফোর্স পাঠানো হয়েছে। এবং উভয় পক্ষকে স্ব স্ব কাগজপত্র নিয়ে সোমবারে থানায় আসার কথা বলা হয়েছে।