সাতক্ষীরায় গত ১৯ শে ডিসেম্বর ২০২৪ প্রকাশ্য দিবলোকে ২৪ লাখ টাকা ছিনতাই করে শীর্ষ ডাকাত আলিমুদ্দিনের নেতৃত্বে। ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ী আমীর হামজা সহ তার দুইজন কর্মচারীর নিকট থেকে ২৩ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা প্রকাশ্য দিবলোকে সদর থানার আলীপুরের ঢালিপাড়া বিদ্যুৎ কেন্দ্রের এলাকা থেকে মোটরসাইকেল থামিয়ে ডাকাতরা হাতুড়ি পেটা করে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা ডাকাতি করে পালানোর সময় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ডাকাত সদস্য মেহেদী হাসান মুন্নাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরবর্তী পুলিশ মেহেদী মুন্নার ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি নিলে ডাকাতির মূল মাষ্টার মাইন্ড আলিমুুদ্দিন নাম আসে। ডিবি পুলিশ গতকাল রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাকাতির মূল মাষ্টার মাইন্ড আলিমুদ্দিন সহ তার সহযোগী রফিকুল ইসলাম রফিককে সরদার কে ৩ লক্ষ ৯৩ হাজার টাকা সহ গ্রেফতার করে তাদের আস্তানা থেকে।
৫ই আগষ্টের পর আলিমুদ্দিন তার সন্ত্রাশী গং নিয়ে সাতক্ষীরা ডাকাতি দ্যুসতা করে আসছিল।
পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ডাকাত আলিমুদ্দিন খুবই ধৃষ্ট। সে দীর্ঘদিন ধরে সন্ত্রাশী কার্যক্রম করো আসছিল। সম্প্রতি ব্যবসায়ীর কে প্রকাশ্য দিবলোকে তার সহযোগীরা পিটিয়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে গতকাল রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত আলিমুদ্দিনকে তার আস্তানা থেকে আটক করা হয়। পরে আইনে সোর্পদ করা হবে।