সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ২৭ জানুয়ারি সোমবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ রোকেয়া আখতার। অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান, সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দএবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণ, বেলুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণ করেন। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের একটি চৌকস দল দৃষ্টিনন্দন মার্চ পাস্টের মাধ্যমে সালামি প্রদান করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ। খেলাধুলা সহ সুস্থ সংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে।খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে।ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, বিদ্যালয় ভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়। খেলাধুলায় অংশগ্রহণ করাই বড় কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *