সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর মায়ের মৃ/ত্যু, দাফন সম্পন্ন
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর মাতা দিলারা খাতুন মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও ছয় কন্যাসহ নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মৃতের স্বজনরা জানান, দিলারা খাতুন বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার বিকালে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
শনিবার বাদ আছর পলাশপোল (রসুলপুর) গোরস্তান জামে মসজিদে নামাজে জানাযা শেষে রসুলপুর সরকারি গোরস্থানে তাকে কবরস্ত করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নেতা নুরুল হুদা, যশোর জেলা আ’লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী রায়হান, পলাশপোল গোরস্তান মসজিদের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মেহোদী আলী সুজয়, সাংবাদিক হাবিবুল বাশার ফারহাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মো. মাহবুবর রহমান, কেড়াগাছি ইউপির চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, জেলা গনফোরামের আলীনূর খান বাবুল, আশাশুনি শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, জেলা মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান অলি, যুব গণফোরামের গোলাম সরোয়ার বাপ্পীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মসজিদের মুসল্লীবৃন্দ ও গনমান্য ব্যক্তিবর্গ। জানাযা নামাজের ইমামতি করেন, মরহুমার ভাগ্নে আশাশুনির তুয়ারডাঙ্গা জামে মসজিদের ইমাম মো. আব্দুস সবুর।
এর আগে অধ্যক্ষ আবু আহমেদের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে আসেন, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ইত্তেফাকের মনিরুল ইসলাম মিনি, এটিন বাংলার এম কামরুজ্জামান, আবু নাসের মো. আবু সাইদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক গোলাম সরোয়ারসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এদিকে অধ্যক্ষ আবু আহমেদ’র মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।