সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে।

মঙ্গলবার মধ্যরাতে গুলশান-২ নম্বরের ৮১ নম্বর সড়কের ওই বাসায় এ তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শতাধিক মানুষ গুলশান-২ নম্বরের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কের কাছে জড়ো হন। সেখান থেকে তারা ১২টার দিকে মিছিল নিয়ে তানভীর ইমামের বাসার সামনে যান।

এ সময় লোকজন বাড়িতে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। বাধা উপেক্ষা করেই তারা বাড়িতে প্রবেশ করেন। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে পুরো বাড়ি তারা তল্লাশি করেন।

পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *